আন্তর্জাতিক, ভারত

মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মমতা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৭শে জুলাই ২০২১ ০৬:৫৭:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ দিল্লিতে মোদীর বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী।  

বৈঠক শেষে মমতা বলেন, করোনা পরিস্থিতি, রাজ্যগুলোতে টিকা ও ওষুধ সরবরাহ নিয়ে কথা বলেন তারা । এছাড়া পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা নামকরণের বিষয়ে মোদীকে প্রস্তাব দেন মমতা।

এদিকে, বৈঠক শেষে মমতা সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পেগাসাসকাণ্ডের তদন্ত হওয়া উচিত। বিজেপি বিরোধী দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করতে তিনদিনের সফরে দিল্লি গেছেন মমতা বন্দোপাধ্যায়।

আজ কংগ্রেস নেতা কামাল নাথ ও আনন্দ শর্মার সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। বুধবার তাকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।

এছাড়া বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মমতার।   

 

আরও পড়ুন