বাংলাদেশ, অর্থনীতি, রাজধানী

মোবাইল ফোনে দেয়া যাবে আয়কর রিটার্ন

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৭শে জুলাই ২০২১ ১০:০৪:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এখন থেকে মোবাইল ফোন ব্যবহার করে কিংবা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর ওয়েবসাইট থেকেও আয়কর রিটার্ন দেয়া যাবে।

আজ মঙ্গলবার (২৭শে জুলাই) তথ্য অধিদফতরের এক বিবরনীতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য বিবরনীতে বলা হয়, করদাতাদের জন্য অনলাইনে নতুন আয়কর রিটার্ন ব্যবস্থা চালু করতে যাচ্ছে এনবিআর। পহেলা সেপ্টেম্বর থেকে এ সুবিধা চালু হচ্ছে। করদাতারা এনবিআর এর ওয়েবসাইটে কিংবা মোবাইল ফোনের মাধ্যমে চলতি সালের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

ইতোমধ্যে এনবিআর এ বিষয়ে একটি পরীক্ষা চালিয়ে সফল হয়েছে বলেও জানানো হয় তথ্য বিবরনীতে। এনবিআর কর্মকর্তাদের তৈরি এই সিস্টেমটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলবে।

আর এই সিস্টেমে করদাতারা যেকোনো সময় আয়কর সার্টিফিকেট, রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকার ও ই-টিন সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

এ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে নিবন্ধিত তাদের মোবাইল ফোন ব্যবহার করে ওয়েবসাইটে গিয়ে করদাতাদের নিবন্ধিত করতে হবে। অনলাইন সিস্টেমটি বিটিআরসির বায়োমেট্রিক ডাটাবেস ব্যবহার করে করদাতাদের সত্যতা যাচাই করে দেবে এবং ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সরবরাহ করবে।

বাংলাদেশে এখন ৬২ লাখের বেশি ই-টিআইএন নিবন্ধিত আয়করদাতা রয়েছেন। এর মধ্যে সর্বশেষ অর্থবছরে ২৪ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন।

আরও পড়ুন