অর্থনীতি, প্রবাস

মোবাইল ব্যাংকিংয়ে তোলা যাবে রেমিটেন্সের সোয়া লাখ টাকা

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ৪ঠা ডিসেম্বর ২০১৯ ১০:৪৩:৫৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এখন থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে একবারে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার টাকা রেমিটেন্স উত্তোলন করা যাবে।

সোমবার, প্রবাসী আয় বিতরণ বিষয়ে এ প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, ব্যাংকিং চ্যানেলে আসা রেমিট্যান্সের অর্থ নগদ প্রণোদনাসহ সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার টাকা ব্যাংক কর্তৃক সরাসরি সুবিধাভোগীর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এমএফএস হিসাবে প্রদান করা যাবে। রেমিটেন্সের অর্থ ছাড়া লেনদেনের অন্য সব শর্ত আগের মতোই থাকবে বলে জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, সাধারণত দিনে পাঁচবারে সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং মাসে ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা যায়। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, প্রবাসী আয়ের ক্ষেত্রে এ নিয়ম শিথিল করা হলো।

আরও পড়ুন