বাংলাদেশ, অর্থনীতি, জেলার সংবাদ, লাইফস্টাইল

মৌলভীবাজারে শত বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৪ই জানুয়ারী ২০২০ ০৬:৫১:১৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে মৌলভীবাজারের শেরপুরে বসেছে শত বছরের ঐতিহ্যবাহী দেশী মাছের মেলা।

প্রতি বছরের মতো এবারো দুই দিনব্যপী দেশীয় জাতের মাছের মেলা বসেছে। সোমবার রাত থেকে শুরু হওয়া এ মাছের মেলা থাকবে মঙ্গলবার রাত পর্যন্ত ।

পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে শেরপুরে শত বছর ধরে চলে আসছে এই ধারা।  সিলেট অঞ্চলের নদী, হাওড়সহ দেশের বিভিন্ন জায়গা থেকে রুই, কাতল, বোয়াল,চিতল, বাঘা আইড়সহ বড় আকারের মাছ মেলায় নিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

প্রায় শতাধিক মাছের ষ্টল বসেছে মেলায়। তাই সাধারণ ক্রেতাদের সঙ্গে সৌখিন ক্রেতাদেরও ভীড় জমেছে। তবে অন্য বছরের তুলনায় এবার মাছের দাম বেশি বলছেন ক্রেতা-বিক্রেতারা।  

আরও পড়ুন