বাংলাদেশ, জেলার সংবাদ

মৌলভীবাজার কন্টিনালা নদীতে পলো বাওয়া উৎসব

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ৫ই ডিসেম্বর ২০২০ ০৬:০৮:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মৌলভীবাজারের জুড়িতে বিপুল উৎসাহে শত শত এলাকাবাসীর অংশ গ্রহণে কন্টিনালা নদীতে পলো বাওয়া উৎসব অনুষ্টিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পলো উৎসব চলে বিকেল পর্যন্ত। এ সময় পলো বাওয়ার পাশাপাশি মাছ ধরার বর্ষি, জাল নিয়ে অংশ গ্রহন করেছেন অনেকে।

জুড়ী নদীর শাখা কন্টিনালা নদী থেকে রাবারড্যাম পর্যন্ত দীর্ঘ ৪কিলোমিটার এলাকা জুড়ে পলো দিয়ে দেশীয় মাছ ধরার মনোরম সে দৃশ্য উপভোগ করতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দুরদুরান্তের হাজারো আবাল-বৃদ্ধ-বণিতা নদীর দুইতীরে ভীড় জমান। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এ দৃশ্য উপভোগ করতে উপস্থিত ছিলেন।

নদীর পানি কম থাকায় শতশত পেশাধার, সৌখিন ও প্রবাসী মাছ শিকারীরা পলো নিয়ে ঝাঁপিয়ে পড়েন নদীতে। অনেকেই নানা জাতের দেশীয় মাছ শিকার করে নিয়ে গেছেন আনন্দে  উল্লাসে আবার অনেকে ফিরেছেন খালি হাতে। দীর্ঘ সময় ধরে পলো বাওয়াতে যেন ক্লান্তি নেই। সবকিছু মিলে পুরো দিন কন্টিনালা নদীতে উৎসবের আমেজ বয়ে গেছে।

এ পলো বাওয়া উৎসব উদ্বোধন করতে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম জানান, এমন আয়োজন আমাদের উৎসবের আমেজে মাছ ধরার পাশাপাশি আমাদের ইতিহাস ঐতিহ্য মনে করিয়ে দেয়। তাই এমন আয়েজন নিয়মিত হওয়া উচিত। 

আরও পড়ুন