আন্তর্জাতিক

মৌসুমি ঝড় নেপারতাক আঘাত হানবে কাল

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৭শে জুলাই ২০২১ ০১:২১:১৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাপানের মূল ভূখণ্ডে বুধবার আঘাত হানবে মৌসুমি ঝড় নেপারতাক।

ঘূর্ণিঝড়ের প্রভাবে টোকিও ও এর আশে পাশের এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার আনুমানিক দুপুর তিনটার দিকে কেসেনুমা শহরের কাছে ঝড়টি আঘাত হানবে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭৮ কিলোমিটার হতে পারে।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে টোকিওসহ আশেপাশের এলাকায় আজ তীব্র বাতাসসহ বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় ৩১ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ঘূর্ণিঝড়ের কারণে এরইমধ্যে আর্চারি ও সার্ফিংসহ বেশ কিছু খেলার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন