বিজ্ঞান ও প্রযুক্তি

ম্যাকবুকের জন্য শক্তিশালী দুটি প্রসেসর চিপ আনল অ্যাপল

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে অক্টোবর ২০২১ ০৩:৩১:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইনটেলের ওপর নির্ভরতা কমাতে শক্তিশালী প্রসেসর চিপ আনল অ্যাপল।

ম্যাকবুক প্রো ল্যাপটপের জন্য এম ওয়ান প্রো এবং এম ওয়ান ম্যাক্স নামে দুটি মডেলের প্রসেসর চিপ এনেছে প্রতিষ্ঠানটি।

এম ওয়ান ম্যাক্স এখন পর্যন্ত অ্যাপলের বানানো সবচেয়ে শক্তিশালী প্রসেসর। এছাড়া ১৪ ও ১৬ ইঞ্চি স্ক্রিনের দুটি নতুন ম্যাকবুকের ঘোষণাও দিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।

ল্যাপটপ দুটিতে থাকছে আইফোনের জনপ্রিয় নচ ডিজাইন। ওয়েব ক্যামেরার রেজুলেশন থাকছে ১ হাজার ৮০ পিক্সেল।  আর স্পিকার থাকছে ৬টি।১৪ ইঞ্চি ল্যাপটপের দাম বাংলাদেশি টাকায় ২ লাখ ২১ হাজার ৮শ' ৯০ টাকা।  আর ১৬ ইঞ্চির দাম ধরা হয়েছে ২ লাখ ৭৩ হাজার ১শ' ২১ টাকা।

এছাড়া এয়ারপডস থ্রি এর ঘোষণাও দিলো প্রতিষ্ঠানটি। পুরোনো সব এয়ারপড থেকে এটি ৩ গুণ বেশি শক্তিশালী। টানা ৬ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকবে এয়ারপড থ্রি তে। দাম রাখা হয়েছে ২১ হাজার টাকা। এছাড়া জনপ্রিয় হোমপড মিনি এবার কমলা, হলুদ ও নীল রঙে বাজারে আনল অ্যাপল।

আরও পড়ুন