জাতীয়, বিজ্ঞান ও প্রযুক্তি

ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩১শে আগস্ট ২০২১ ০৭:৩৬:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এশিয়ার নোবেল হিসেবে খ্যাত ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর ফিরদৌসী কাদরী।

দুপুরে ফিলিপাইনে রেমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এ পুরস্কার ঘোষণা করে। এ সময় কমিটির পক্ষ থেকে বলা হয়, লাখো মানুষের উপকারে টিকার উন্নয়নে নিবেদিত ভূমিকার জন্য এ পুরস্কার দেয়া হলো।

ফিরদৌসী কাদরী, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ বা আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী। কলেরার টিকা নিয়ে গবেষণা ও সাশ্রয়ী দামে টিকা সহজলভ্য করে লাখো প্রাণ রক্ষায় কাজ করেছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাবিষয়ক বৈজ্ঞানিক উপদেষ্টামণ্ডলীর সদস্যও ছিলেন ড. ফিরদৌসী কাদরী।

এর আগে, ২০১২ সালে সবশেষ সৈয়দা রিজওয়ানা হাসান ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছিলেন। ড. ফিরদৌসীসহ এ পর্যন্ত ১২জন বাংলাদেশি এই পুরস্কারে ভূষিত হলেন।

আরও পড়ুন