বাংলাদেশ, জেলার সংবাদ

যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরে বন্যা

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২৭শে জুন ২০২০ ০৫:২৩:৪৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামালপুরে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে।

গত ২৪ ঘন্টায় জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে বাহাদুরাবাদঘাট পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাচঞ্চল বন্যা প্লাবিত হয়েছে। 

যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় ইসলামপুর উপজেলার চিনাডুলি, পাথর্শী, নোয়ারপাড়া ও বেলগাছা এবং দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের ৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

গত বছর বন্যায় বিভিন্ন স্থানে ভেঙ্গে যাওয়া সড়কের ভাঙ্গা অংশ মেরামত না করায় এবারের বন্যায় সেইসব স্থানে দিয়ে হু হু করে পানি ঢুকতে শুরু করেছে। সড়কে পানি উঠে পড়ায় ইসলামপুর-উলিয়া-মাহমুদপুর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এদিকে করোনায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষগুলো বন্যা পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে না নিয়ে দু:শ্চিতায় পড়েছে। 


আরও পড়ুন