বাংলাদেশ, অর্থনীতি, জেলার সংবাদ

যমুনা সার কারখানা ফের উৎপাদনে

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

বুধবার ১১ই ডিসেম্বর ২০১৯ ০৬:২২:১৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে এক বছর বন্ধ থাকার পর জামালপুরের যমুনা সার কারখানার উৎপাদন শুরু হয়েছে।

বুধবার সকালে সরিষাবাড়ীতে দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠানটির দানাদার সার উৎপাদন শুরু হয়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আনোয়ার জানান, ২০১৯-২০ আর্থ বছরে দুই লাখ মেট্রিক টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  

২০১৮ সালের ২৭শে নভেম্বর অ্যামোনিয়া প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারখানার সকল ইউনিট বন্ধ হয়ে যায়।

দীর্ঘ এক বছর পর ১৩ কোটি টাকা ব্যয়ে ও জাপানি কলাকুশলিদের সহায়তায় কারখারনার উৎপাদন আবারও চালু হলো।

আরও পড়ুন