অর্থনীতি, জেলার সংবাদ

যশোরে ইজিবাইকের ব্যবসায় করোনাভাইরাসের প্রভাব

ময়ূখ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি ২০২০ ০৮:১১:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসের প্রভাব পড়তে শুরু করেছে দেশের ইজিবাইকের সবচেয়ে বড় মোকাম যশোরে।

গত কয়েক দিনে প্রতিটি ইজিবাইকের দাম বেড়েছে ৫ থেকে ৭ হাজার টাকা। সেই সাথে খুচরা যন্ত্রাংশ ও ব্যাটারির দামও বেড়েছে কয়েক গুণ।

২০০৭ সালে চীন থেকে সর্বপ্রথম কিছু ইজিবাইক আমদানি করে যশোরের বাজারে ছাড়া হয়। অল্পদিনের মধ্যে তা জনপ্রিয়তা পেলে সারাদেশে ছড়িয়ে পড়ে এই ব্যবসা। বর্তমানে দেশে প্রায় ১১ লাখ ইজিবাইক চলাচল করছে। আর এ কাজে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ১৫ লাখ মানুষের। 

চীন থেকে প্রতিমাসে অন্তত ১০০ কন্টেইনার ইজিবাইকের ব্যাটারিসহ খুচরা যংন্ত্রাশ আমদানি করা হয়। সম্প্রতি করোনা ভাইরাসের কারণে সব ধরণের পণ্য আমদানি বন্ধ থাকায় যশোরের বাজারে সংকটের সৃষ্টি হয়েছে। বেড়েছে ইজিবাইকসহ এর খুচরা যন্ত্রাংশ ও ব্যাটারির দাম। 

আমদানীকারকরা বলছেন, চীনে ব্যাংক ও কুরিয়ার সাভির্স বন্ধ থাকায় প্রয়োজনীয় কাগজপত্র নির্দিষ্ট সময়ে এসে পৌঁছাচ্ছে না। এতে আমদানি করা বিপুল পরিমাণ ইজিবাইকের যন্ত্রাংশ আটকা পড়েছে বন্দরে।  

এ অবস্থা চলতে থাকলে ইজিবাইক ও এর যন্ত্রাংশের দাম কয়েকগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
 

 

আরও পড়ুন