আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বুধবার ১২ই আগস্ট ২০২০ ০১:১৬:০৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন রানিং মেট হিসেবে সিনেটর কমলা হ্যারিসের নাম ঘোষণা করেছেন। বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি।

প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত নারী এবার মার্কিন নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হলেন। ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্যও লড়েছিলেন।

সম্প্রতি বর্ণবৈষম্য বিরোধী বিক্ষোভের সময় পুলিশ বাহিনীতে সংস্কারের দাবিও জানান তিনি। এছাড়া ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের দায়িত্বও পালন করেছেন তিনি।

আগামী ৩রা নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জো বাইডেন। এবারও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ট্রাম্পের রানিং মেট থাকছেন। আগামী ৭ই অক্টোবর উটাহ রাজ্যে সল্ট লেক সিটিতে বিতর্কে মাইক পেন্সের মুখোমুখি হবেন কমলা হ্যারিস।

আরও পড়ুন