আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মস্তিষ্কখেকো অ্যামিবার সন্ধান

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৭ই জুলাই ২০২০ ১২:৫৪:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিরল প্রজাতির মস্তিষ্কখেকো অ্যামিবার সন্ধান পাওয়া গেছে। এটি নাক দিয়ে শরীরে ঢুকে মস্তিষ্ক ধ্বংস করে ফেলে।

এরই মধ্যে ফ্লোরিডার হিলসবরো কাউন্টিতে একজনের শরীরে 'নেগলেরিয়া ফাওলেরি' নামের এই অ্যামিবার সন্ধান পাওয়া গেছে। এঘটনায় হিলসবরো কাউন্টিতে সতর্কতা জারি করা হয়েছে।

এককোষী এই প্রাণীটি প্রাণঘাতী হলেও একজন থেকে আরেকজনের শরীরে ছড়ায় না এটি। অ্যামিবাটি সাধারণত সাতারের সময় শরীরে প্রবেশ করে। নদী, পুকুর, হ্রদসহ উষ্ণ জলাশয়গুলোতে এই অ্যামিবার বাস।

আক্রান্তদের জ্বর, মাথা ঘোরা, মাথা ব্যাথা ও বমির উপসর্গ দেখা দেয় এবং এক সপ্তাহের মধ্যেই রোগীর মৃত্যু হয়।

আরও পড়ুন