আন্তর্জাতিক, আমেরিকা

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের মৃত্যু

ফারুক হোসাইন

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই অক্টোবর ২০২১ ০৮:২৭:১৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল করোনা জটিলতায় সোমবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পরিবার জানিয়েছে, ‘কলিন পাওয়েল আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আমরা একজন অসাধারণ মানুষ, প্রেমময় স্বামী, বাবা, দাদা এবং মহান আমেরিকানকে হারিয়েছি’।

পরিবার জানায়, তিনি করোনার টিকার ডোজও সম্পূর্ণ করেছিলেন।

১৯৩৭ সালে নিউইয়র্ক সিটিতে জন্ম নেয়া কলিন পাওয়েল জর্জ ডব্লিউ বুশের সময়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপালন করেন। এ সময় নাইন ইলেভেনের ঘটনার পর আফগানিস্তানে সামরিক অভিযানের নেতৃত্ব দেন তিনি। এছাড়া ইরাকে মার্কিন অভিযান পরিচালনার ক্ষেত্রে প্রেসিডেন্ট বুশের সহযোগীর ভূমিকা পালন করেন পাওয়েল।

তিনি ১৯৮৭ থেকে ১৯৮৯ পর্যন্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ১৯৮৯-তে সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের অধীনে জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যানের দায়িত্ব পান। ২০০১ সালে প্রেসিডেন্ট জুনিয়র বুশ তাকে পররাষ্ট্রমন্ত্রীর পদে মনোনীত করেন। 

মার্কিন রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন পাওয়েল। তিনি দীর্ঘদিন রিপাবলিকান দলের সদস্য ছিলেন। তিনিই একমাত্র আফ্রিকান-আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ছিলেন।


আরও পড়ুন