আমেরিকা, প্রবাস

যুক্তরাষ্ট্রে নতুন ৫ জনসহ মোট ৯১ বাংলাদেশির মৃত্যু

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ৮ই এপ্রিল ২০২০ ১০:২৮:৩২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আরও পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নিউইয়র্কের ও ২ জন মিশিগানের বাসিন্দা ছিলেন।

এ নিয়ে দেশটিতে ৯১ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলো করোনায়। যাদের মধ্যে ৮৫ জনই নিউইয়র্ক শহরের।

মৃতদের তালিকায় প্রথমবারের মতো যুক্ত হলো এক বাংলাদেশি চিকিৎসকের নাম। করোনায় মারা যাওয়া ওই চিকিৎসক নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগে কর্মরত ছিলেন। এছাড়া, বাংলাদেশ সোসাইটির কার্যকরী এক সদস্য মারা গেছেন। এল্মহার্স্ট হাসপাতালে মারা যান ৫৮ বছর বয়সী এই প্রবাসী। আক্রান্ত আরও অনেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিউইয়র্কে বিপুল সংখ্যক বাংলাদেশির মৃত্যুতে অন্যান্য রাজ্যের প্রবাসীরা আছেন আতঙ্কে।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় রেকর্ড মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ই এপ্রিল) দেশটিতে মৃত্যু হয় ১,৯৭০ জনের। এ পর্যন্ত কোন দেশে একদিনে এত সংখ্যক মানুষ করোনায় মারা যাননি। এর আগে, দেশটিতে সোমবার (৬ই এপ্রিল) মৃত্যু হয়েছে ১২৫৫ জনের। রবিবার (৫ই এপ্রিল) মৃত্যু হয় ১,১৬৫ জনের। আর, শনিবার (৪ঠা এপ্রিল) মৃতের সংখ্যা ছিলো ১৩৩১ জন। তার আগে, শুক্রবার (৩রা এপ্রিল) দেশটিতে মৃত্যু হয় ১৩২১ জনের। অর্থাৎ গত পাঁচদিনে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হলো ৬,৯৫২ জনের।

এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১২,৮৪১ জনের। সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩৩৫ জন। মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ৬৭৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩৩১ জন।

এদিকে, সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮২,০৭৪ জন ব্যক্তি। কোভিড-১৯ এর সংক্রমণে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৩১ হাজার ৬৮৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৯১৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ১ হাজার ৯০৫ জন। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১০ লক্ষ ৪৬ হাজার ৯৮০ জন। যাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৪৭,৯১৩ জন।

আরও পড়ুন