আমেরিকা

যুক্তরাষ্ট্রে নষ্ট হচ্ছে করোনার টিকা

আবু বকর

ডিবিসি নিউজ

রবিবার ১৭ই অক্টোবর ২০২১ ১০:২৮:১৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বের বিভিন্ন দেশে টিকা সংকট চললেও বিভিন্ন কারণে টিকা নষ্ট হচ্ছে যুক্তরাষ্ট্রে।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি জানিয়েছে, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেড় কোটি টিকা নষ্ট হয়েছে।

উৎপাদনে সমস্যাজনিত কারণেই মূলত নষ্ট হয়েছে বেশির ভাগ টিকা। এছাড়া আরও কিছু ব্যবহার করা যায়নি মেয়াদোত্তীর্ণ হওয়ায়।

এদিকে, আর্জেন্টিনায় তিন বছরের বেশি বয়সী শিশুদের করোনার টিকা দেয়া শুরু হয়েছে। দেশটির ওষুধ ও চিকিৎসা নিয়ন্ত্রণকারী সংস্থা ৩ থেকে ১১ বছরের শিশুদের জন্য সিনোফার্মের টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে।

এছাড়া, বিশ্বে করোনায় মৃত্যু ৪৯ লাখ সাড়ে নয় হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত শনাক্ত ২৪ কোটি সাড়ে ১১ লাখের বেশি। একদিনে বিশ্বে মারা গেছে পাঁচ হাজার তিনশ ৫৮ জন। শনাক্ত তিন লাখ ৪৩ হাজারের বেশি।

আরও পড়ুন