চাকরি, আমেরিকা

যুক্তরাষ্ট্রে ২৫ লাখ নতুন কর্মসংস্থান

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ৬ই জুন ২০২০ ১২:১৫:২১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রে গত মে মাসে ২৫ লাখ নতুন কর্মসংস্থান হয়েছে। দেশটিতে কোন এক মাসে কর্মসংস্থান তৈরির নতুন রেকর্ড এটি। করোনাভাইরাস এবং কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষোভের কারণে অস্থিতিশীলতার মধ্যে এই খবরকে উৎসাহজনক হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার (৫ই জুন) দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরো জানায়, যুক্তরাষ্ট্রে বেকারত্ব প্রায় দেড় শতাংশ কমে এসেছে। গত এপ্রিলে প্রায় ২ কোটি ৭ লাখ কর্মসংস্থান বন্ধ হয়ে বেকারত্বের হার ১৪ দশমিক ৭ শতাংশে দাঁড়ায়। মে মাসে তা হয় ১৩ দশমিক ৩ শতাংশ।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে জানান, তার সরকারের নিরলস পরিশ্রমের কারণেই এটি সম্ভব হয়েছে। করোনার কারণে অর্থনৈতিক মন্দা দেখা দেয়ায় বেকারত্বের যে পূর্বাভাস দেয়া হয়েছিলো তা ভুল ছিলো বলে দাবি করেন তিনি।

তবে অর্থনীতিবিদরা বলছেন, লকডাউন শিথিল হওয়ায় চাকরি হারানো অনেকেই আগের কর্মস্থলে ফিরে যাওয়ায় বেকারত্ব কমেছে।

আরও পড়ুন