বাংলাদেশ, অপরাধ, আইন ও কানুন

যুদ্ধাপরাধী সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যু পরোয়ানা জারি

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২২শে অক্টোবর ২০২০ ০১:০৯:১০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে নির্বিচারে হত্যা, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যু পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

চলতি বছরের ১৪ই জানুয়ারি ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির দণ্ড বহাল রাখে আপিল বিভাগ।

২০১৪ সলের ২৩শে ডিসেম্বর নির্বিচারে হত্যা, অপহরণ, নির্যাতন, দুই নারীকে ধর্ষণসহ সাতটি অভিযোগের মধ্যে ৪টি অপরাধে কায়সারকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। বাকি তিনটি অভিযোগে আরও ২২ বছরের কারাদণ্ড দেয়া হয়।

আপিলের রায়ে তিনটি অভিযোগে কায়সারের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। তিনটি অভিযোগে তার প্রাণদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। এই মামলায় দুই বীরাঙ্গনার মধ্যে একজন এবং তার গর্ভে জন্ম নেয়া এক যুদ্ধশিশুও এই মামলায় সাক্ষ্যও দিয়েছেন।

আরও পড়ুন