জাতীয়, রাজনীতি

যুবলীগ থেকে বহিষ্কার সম্রাট ও আরমান

ইসতিয়াক হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ৬ই অক্টোবর ২০১৯ ০১:০২:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট ও তার সহযোগি দক্ষিণ যুবলীগের সহ সভাপতি এনামুল হক আরমান। রবিবার, সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নেয়।

এর আগে, আজ রবিবার ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার অন্যতম সহযোগী আরমানকেও আটক করা হয়। আজ তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে র‌্যাব।

যুবলীগের প্রভাবশালী নেতা ইসমাইল চৌধুরী সম্রাট চলমান ক্যাসিনো-জুয়াবিরোধী অভিযানের শুরু থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যেই ছিলেন। এই সময়ের মধ্যে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও চালিয়ে ছিলেন। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তিনি দেশ ছাড়তে পারেননি।

 সম্প্রতি রাজধানীর বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়ে মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করে  র‌্যাব। ক্যাসিনোগুলো চলে মূলত ইসমাইল হোসেন সম্রাটের ইশারায়, জিজ্ঞাসাবাদে এমন কথা খালেদ জানিয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়।

আরও পড়ুন