আন্তর্জাতিক, আমেরিকা

যোগাযোগের নতুন প্ল্যাটফর্ম ডোনাল্ড ট্রাম্পের

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৫ই মে ২০২১ ১১:৩২:৩৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি যোগাযোগের প্ল্যাটফর্ম চালু করেছেন।

এই ওয়েবসাইটে ডোনাল্ড ট্রাম্পের ডেস্ক থেকে সরাসরি তথ্য প্রকাশ করা হবে। গত জানুয়ারিতে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার ঘটনায় টুইটার তাকে নিষিদ্ধ করে। ফেসবুক এবং ইউটিউব ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করে দেয়। এরপর থেকেই প্রেস রিলিজের মাধ্যমে বিবৃতি দিয়ে আসছিলেন ট্রাম্প।

এখন নতুন ওয়েবসাইটে তার এসব বক্তব্য প্রকাশ করা হবে। ব্যবহারকারীরা পোস্টগুলো লাইক ও টুইটার-ফেসবুকে তা শেয়ার করতে পারবে। তবে ট্রাম্পের ওয়েবসাইটটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম নয় বলে এক টুইট বার্তায় জানিয়েছেন তার ঊর্ধ্বতন উপদেষ্টা জেসন মিলার। 

আরও পড়ুন