আন্তর্জাতিক, ভারত

যোগী আদিত্যনাথের ভোটের প্রচারে কলকাতার ফ্লাইওভারের ছবি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১২ই সেপ্টেম্বর ২০২১ ০৯:০৩:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এবার ভুল বিজ্ঞাপন কাণ্ড নিয়ে সরগরম ভারতের রাজনীতি। দেশটির উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভোটের বিজ্ঞাপনে কলকাতার ফ্লাইওভারের ছবি ব্যবহার করায় বিব্রতকর অবস্থায় পড়েছে তার দল বিজেপি।

রবিবার ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় ট্রান্সফর্মিং উত্তর প্রদেশ নামে প্রকাশিত ওই বিজ্ঞাপনে যোগী আদিত্যনাথের বিশাল ছবিসহ রাজ্য উন্নয়নের যে ছবি ছাপা হয়েছে তাতে ব্যবহার করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়েরই নামে নামকরণ করা কলকাতার একটি ফ্লাইওভারের ছবি।

বিষয়টি সামনে আসতেই পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস তা বিজেপিকে আক্রমণের হাতিয়ারে পরিণত করেছে। তবে বিজেপি ওই ভুলের দায় চাপিয়েছে বিজ্ঞাপন সংস্থার ওপরেই।

এদিকে ছবি চুরির অভিযোগে টুইট করেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দোপাধ্যায়। দলটির দাবি ভারতের উন্নয়নে মমতার দক্ষতারই পরোক্ষ স্বীকৃতি দিয়েছে বিজেপি। তবে বিষয়টি নিয়ে এখনো কোন মন্তব্য করেনি উত্তর প্রদেশের বিজেপি নেতারা। 

আরও পড়ুন