বাংলাদেশ, জেলার সংবাদ, অপরাধ, নারী

যৌতুক না দেয়ায় গায়ে আগুন; মারা গেলেন ফরিদপুরের জোসনা বেগম

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৩শে জুলাই ২০২০ ০৩:১৫:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঞ্চাশ হাজার টাকা যৌতুক দিতে না পারায় গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় শ্বশুরবাড়ির লোকেরা। এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন ফরিদপুরের জোসনা বেগম।

যৌতুকের দাবি মিটিয়ে পনের মাস আগে কৈজুরি ইউনিয়নের ঘোড়াদাহবাজার এলাকার রাশেদ মন্ডলের সাথে বিয়ে হয় জোসনার। পরিবারের অভিযোগ, করোনা সংক্রমণের মধ্যে আরও পঞ্চাশ হাজার টাকা যৌতুক দাবি করে সে। টাকা দিতে না পারায়, ১৬ই জুলাই জোসনার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় রাশেদ।

গুরুতর আহত অবস্থায় অগ্নিদগ্ধ জোসনাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়। সেখানে এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসীসহ স্থানীয় জনপ্রতিনিধি।

জোসনা হত্যায় জড়িতদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান।

এ ঘটনায় রাশেদসহ দুইজনকে আসামি করে মামলা করেছে জোসনার পরিবার।

আরও পড়ুন