জেলার সংবাদ

রংপুরের বিভিন্ন এলাকা এখনো জলাবদ্ধ

ময়ূখ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর ২০২০ ১০:৫৩:২০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রংপুরে রেকর্ড বৃষ্টির তিনদিন পার হলেও এখনো জলাবদ্ধ নগরীর বিভিন্ন এলাকা। অনেক এলাকাতে এখনো রয়েছে হাটু পানিরও বেশি। 

বাড়িঘরে পানি থাকায় স্কুল, কলেজসহ উচু স্থানে আশ্রয় নেয়া মানুষজন এখনো ফিরতে পারেননি। নগরীর মুলাটোল, গোমস্তাপাড়া, ভগিবালাপাড়া, খলিফাপাড়াসহ বেশ কিছু এলাকার বাসিন্দারা এখনও পানিবন্দি।

এদিকে গত তিন দিনে এসব পানি বদ্ধ থাকায় দূষিত হয়ে দূর্গন্ধের সৃষ্টি হয়ে নানা রোগ-জীবানু ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়া দূর্গতদের শুকনো খাবার ও ১০ কেজি করে চাল সহায়তা দেয়া হয়েছে। সিটি করপোরেশনের জানিয়েছে, জলাবদ্ধতা নিরসনে চেষ্টা করা হচ্ছে।  

আরও পড়ুন