বাংলাদেশ, জেলার সংবাদ, কৃষি

রংপুরে কৃষিকাজে প্রায় ৩০ প্রকার যন্ত্রের ব্যবহার হচ্ছে

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১১ই জানুয়ারী ২০২২ ০৮:০১:০৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রংপুর অঞ্চলের কৃষিকাজে প্রায় ৩০ প্রকার যন্ত্রের ব্যবহার হচ্ছে। ফলে কমেছে উৎপাদন ব্যয়। বাড়ছে শষ্যের নিবিড়তা।

জমি চাষ, জমিতে নিড়ানি, কীটনাশক ছিটানো, ধানকাটা, মাড়াই ও শুকানোর কাজ, সবই চলে যন্ত্রের মাধ্যমে। কম্বাইন্ড হারভেস্টার, রিপার, রাইচ ট্রান্সপ্লান্টার, উইটডার, ড্রাম সিডার, পাওয়ার থ্রেসার, গ্রেডিং মেশিন, ট্রাক্টর, সেচযন্ত্রসহ বিভিন্ন যন্ত্রের ব্যবহার হচ্ছে এই অঞ্চলে। 

বর্তমানে রংপুর কৃষি অঞ্চলের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ জমিতে ব্যবহার হচ্ছে কৃষি যন্ত্রের।

কৃষি অধিদপ্তরের তথ্য বলছে, ২০২০-২০২১ অর্থ বছরে রংপুর কৃষি অঞ্চলের পাঁচ জেলায় ১শ ৮৪টি কম্বাইন্ড, ৮ টি রাইস ট্রান্সপ্লান্টার, ২শ ৫৪টি রিপার মেশিন, দুই জাহার ৮শ ২৩টি গভীর ও দুই লাখ ২৭হাজার ১২টি অগভীর সেচ যন্ত্রের ব্যবহার হয়েছে।
 
এক ব্যবসায়ী বলেন, 'ফসল লাগানো, কাটা, মাড়াই সবই এখন যন্ত্র দিয়ে করা হয়। মানুষ এখন যন্ত্রের ওপর পুরোপুরি নির্ভর হয়ে গেছে। যন্ত্রগুলো চায়না থেকে আসছে। তবে এর উৎপাদন যদি দেশে হয় তাহলে আরও ভালো হবে। '

আরও পড়ুন