আন্তর্জাতিক, আমেরিকা

রক্ষণশীল বিচারপতি অ্যামি কনি ব্যারেটকে মনোনয়ন দিলেন ট্রাম্প

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ২৭শে সেপ্টেম্বর ২০২০ ০৭:৪১:১৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিনেটের ভোটে নিশ্চিত হলে প্রয়াত বিচারপতি রুথ ব্যাডার গিন্সবার্গের স্থলাভিষিক্ত হবেন অ্যামি কনি ব্যারেট।

মার্কিন সুপ্রিম কোর্টের নতুন বিচারক হিসেবে রক্ষণশীল বিচারপতি অ্যামি কনি ব্যারেটকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 

স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউজে এ ঘোষণা দেন ট্রাম্প। এ সময় অ্যামিকে অতুলনীয় নারী হিসেবে বর্ণনা করেন তিনি। ব্যারেটের নিয়োগ সিনেটের ভোটে নিশ্চিত হলে তিনিই প্রয়াত বিচারপতি রুথ ব্যাডার গিন্সবার্গের স্থলাভিষিক্ত হবেন।

রুথ ছিলেন দেশটির সবচেয়ে বয়স্ক বিচারপতি এবং নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তবে অ্যামির নিয়োগ নিয়ে সিনেটে তুমুল বিতর্কের সম্ভাবনা রয়েছে। সবকিছুর পরেও যদি অ্যামি কনি ব্যারেটের নিয়োগ নিশ্চিত হয়, তাহলে সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারক প্যানেলে উদারপন্থি ও রক্ষণশীলদের অনুপাত ৫-৪ থেকে ৬-৩ হয়ে যাবে।

৪৮ বছর বয়সী অ্যামি হবেন প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক নিয়োগ পাওয়া তৃতীয় বিচারক। এর আগে ২০১৭ সালে নেইল গরসাচ ও ২০১৮ সালে ব্রেট কাভানফকে বিচারক হিসেবে নিয়োগ দেন ট্রাম্প।  

আরও পড়ুন