বাংলাদেশ, অর্থনীতি

রপ্তানি আয় বাড়াতে বিকল্প রপ্তানি পণ্য তৈরির তাগিদ

Faruque

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩০শে নভেম্বর ২০২১ ০৩:০৭:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রপ্তানি আয় ৩শ' বিলিয়ন ডলারে নিতে হলে তৈরি পোশাক নির্ভর না হয়ে বিকল্প রপ্তানি পণ্য তৈরি করতে হবে বলে জানান এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন।

সকালে রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই ভবনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদলের সঙ্গে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সমস্যা ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় ব্যবসায়ীদের শীর্ষ নেতা জানান, রপ্তানি বাড়াতে বাজার ধরে সংকটগুলো দূর করতে হবে।  আরো বলেন, সরকার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে আন্তরিক।  আইন সংস্কার করে ১ লাখ ডলার পর্যন্ত বাংলাদেশিদের বৈধ ভাবে বিদেশে বিনিয়োগের সুযোগ দেয়া হয়েছে।  এরইমধ্যে বেক্সিমকো সৌদি আরব, শ্রীলংকাসহ চারটি দেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করেছে বলেও জানান এফবিসিসিআই সভাপতি।  এসময় যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা তুলে ধরা হয়।  ব্যবসায়ীরা অভিযোগ করেন, নিরাপদ খাদ্য সনদ ও যথাযথ সরকারি পদক্ষেপের অভাবে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি কৃষিপণ্য রপ্তানি প্রায় বন্ধ হতে চলেছে।  এছাড়া দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে ব্রিটিশ উদ্যোক্তাদের যৌথ ভাবে কাজ করার আহ্বান জানান ব্যবসায়ীরা। 

আরও পড়ুন