অর্থনীতি, জেলার সংবাদ

রাঙ্গামাটি বিসিক শিল্পনগরীতে ২৩ বছরেও গড়ে ওঠেনি অবকাঠামো

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩০শে নভেম্বর ২০২১ ১২:০০:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাঙ্গামাটি বিসিক শিল্পনগরীতে গত ২৩ বছরেও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে ওঠেনি। প্লট বরাদ্দ দিয়েই দায়িত্ব সেরেছে কর্তৃপক্ষ। এতে আগ্রহ হারাচ্ছেন বিনিয়োগকারীরা।

দূর থেকে রাঙ্গামাটি বিসিক শিল্পনগরী দেখলে মনে হবে কোন শাকসবজির বাগান কিংবা কচুর ক্ষেত।

১৯৯৮ সালে জেলা সদরের সাপছড়ি ইউনিয়নের মানিকছড়িতে সাড়ে ১২ একর জায়গায় বিসিক শিল্পনগরী স্থাপন করে সরকার। ২৩ বছরে এখানে গড়ে উঠেনি বিনিয়োগবান্ধব অবকাঠামো। ৮৬টি প্লটের মধ্যে বরাদ্দ দেয়া হয়েছে ৮১টি।  আটটি প্লটে ময়দার মিল, আসবাবপত্র কারখানা ও প্লাস্টিক কারখানা চালু হয়েছে। অধিকাংশ প্লট পড়ে আছে ফাঁকা। 

শিল্পনগরীর কোথাও জমে আছে পানি। রাস্তা নির্মাণ করা হলেও সংস্কারের অভাবে জরাজীর্ণ। সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রমিক-কর্মচারীরা। নেই ব্যাংক ঋণের ব্যবস্থা।  
 
অবকাঠামো উন্নয়নের জন্য নানা ধরনের পদক্ষেপ নেয়ার কথা জানান ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের সহকারী মহাব্যবস্থাপক শামসু উদ্দিন মজুমদার।

পাহাড়ে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতির গতি বাড়াতে দ্রুত শিল্প নগরীর অবকাঠামো উন্নয়ন চান বিনিয়োগকারীরা।

আরও পড়ুন