রাজধানী

রাজধানীতে নতুন চারটি ইউটার্ন, কমেছে যানজট

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ৩রা জানুয়ারী ২০২১ ১২:২১:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর তেজগাও শিল্পাঞ্চল এলাকার মূল সড়ক শহীদ তাজউদ্দিন রোডে মহাখালি থেকে সাতরাস্তা পর্যন্ত নির্মিত হয়েছে চারটি ইউটার্ন।

সম্প্রতি এই চারটি ইউটার্ন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। যাতে যানজট ও সিগন্যালের ভোগান্তি থেকে অনেকটাই সুফল পাচ্ছেন চালক ও যাত্রীরা। 

সকাল থেকে সরেজমিনে দেখা গেছে, ইউটার্ন থেকে সহজেই ঘুড়তে পারছে যানবাহনগুলো। এতে তাদের কোথাও থামতে হচ্ছে না বা সিগনালে পড়তে হচ্ছে না।

চালকরা জানান, ইউটার্নের কারণে কম সময় লাগছে। কমছে ভোগান্তি। তবে শহীদ তাজউদ্দিন রোডের বিজয় স্মরনি পয়েন্টের সিগন্যালের কারণে এখনো অনেকটা যানজট রয়েছে। ঢাকা উত্তর সিটি বলছে, সবগুলো ইউটার্ন চালু হলে ভোগান্তি আরো কমে আসবে।

আরও পড়ুন