অর্থনীতি

রাজধানীতে বাড়তি মিনিকেট চালের দাম

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ২৪শে জানুয়ারী ২০২০ ০১:০৯:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গেল সপ্তাহের চেয়ে বেড়েছে ২/৩ টাকা।

মিনিকেট চালের দাম সবচেয়ে বাড়তি এখন রাজধানীর বাজারে। খুচরায় গেল সপ্তাহের চেয়ে কেজি প্রতি ২ থেকে ৩ টাকা দাম বেড়েছে। নাজিরশাইল, গুটি স্বর্ণা ও পাইজামের কেজিও গড়ে ২ টাকা বাড়তি। কোনো কারণ ছাড়াই চালকল মালিকরা দাম বাড়িয়েছে। তাই বাজারে এমন উর্ধ্বগতি- এমন অভিযোগ পাইকারি ও খুচরা বিক্রেতাদের।  

শহুরে পরিবারে মিনিকেট চালের চাহিদাই সবচেয়ে বেশি। সপ্তাহ ব্যবধানে সেই চালের দামই এবার বেড়েছে কেজিতে ২/৩ টাকা।  

কারওয়ানবাজারে মিনিকেট বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৫০ টাকা। দাম বেড়েছে বিআর-২৮, নাজিরশাইল, পাইজামসহ গুটি স্বর্ণার। বিক্রেতারা বলছেন, এজন্য দায়ী চালকল মালিকরা। মোহাম্মদপুরের কৃষি মার্কেটের পাইকাররা বলছেন- সপ্তাহ ব্যবধানে মিনিকেটের বস্তায় বেড়েছে কমপক্ষে ২শ টাকা।  বাকি প্রায় সব চালেরই বস্তায় দর বেড়েছে একশো থেকে দেড়শো টাকা। 

এদিকে, মহাখালী কাঁচাবাজারে কারওয়ানবাজার ও মোহাম্মদপুরের চেয়ে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। উর্ধমূল্যের বাজারে এখন আয়-ব্যয়ের হিসাব মেলানোই মুশকিল হচ্ছে ক্রেতাদের।

এদিকে বাসমতি ও চিনিগুঁড়া চালের দাম সপ্তাহান্তে বেড়েছে কেজিতে প্রায় ৬ টাকা পর্যন্ত।  

আরও পড়ুন