জেলার সংবাদ, শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুরু হয়েছে চূড়ান্ত পরীক্ষা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ২২শে সেপ্টেম্বর ২০২১ ০৫:০৪:৫০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শুরু হয়েছে চূড়ান্ত পরীক্ষা।

লকডাউন শেষ হওয়ার পর বিভাগগুলো তাদের সুবিধামতো সময়ে রুটিন তৈরি করে পরীক্ষা নিচ্ছে। ২০১৯ সালের স্থগিত পরীক্ষাগুলোও শেষ করেছে বিভাগগুলো।

গত ৩জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সশরীরে পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হয়। ২০১৯ সালের আটকে থাকা পরীক্ষাগুলো ২০জুন থেকে এবং ২০২০সালের পরীক্ষাগুলো ৪জুলাই থেকে শুরু করার অনুমতি দেয়
একাডেমিক কাউন্সিল। তবে এপ্রিলের শুরুতে রাজশাহীতে লকডাউন এবং পরে দেশজুড়ে লকডাউন শুরু হলে সেসময় শুরু করেও শেষ হয়নি পরীক্ষা।

লকডাউন উঠে গেলে বিভাগীয় একাডেমিক কমিটিকে তাদের সুবিধামতো পরীক্ষা গ্রহণের অনুমতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রায় সববিভাগেই বিভিন্ন বর্ষের পরীক্ষা চলছে। এরই অংশ হিসেবে বিভাগগুলো পরীক্ষা নিচ্ছে। আজ ২২ সেপ্টেম্বর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার, ফোকলোর বিভাগের তিনটি বর্ষের পরীক্ষা শুরু হয়। এর আগেও বিভিন্ন বিভাগ পরীক্ষা শুরু করে।

আরও পড়ুন