খেলাধুলা, ফুটবল

রাতে চ্যাম্পিয়নস লিগের খেলায় মাঠে নামছে বড় ক্লাবগুলো

আবু বকর

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে নভেম্বর ২০২১ ০১:৪৯:১৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাতে চ্যাম্পিয়নস লিগের খেলায় মাঠে নামছে বড় ক্লাবগুলো। রাত পৌনে ১২টায় স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে ইংলিশ ক্লাব ম্যানইউ। রাত ২টায় আরও দুই ম্যাচ। ন্যু ক্যাম্পে বেনফিকার মোকাবেলা করবে বার্সেলোনা। আরেক ম্যাচে চেলসির প্রতিপক্ষ য়্যুভেন্তাস।

কোচ ওলে গানার সোলশায়ার বরখাস্ত হওয়ার পর দলের ভারপ্রাপ্ত ম্যানেজার মাইকেল ক্যারিকের অধীনে স্পেনে গেছে ম্যানইউ। প্রতিপক্ষ ভিয়ারিয়ালের বিপক্ষে আজকের ম্যাচ জিতলে নকআউট রাউন্ডের টিকিট পেয়ে যাবে রেড ডেভিলরা। ইনজুরিতে গুরুত্বপূর্ণ ম্যাচে পল পগবা ও রাফায়েল ভারানেকে পাচ্ছেন না কোচ। তাই এ ম্যাচেও ক্রিশ্চিয়ানোর দিকেই তাকিয়ে থাকবে দল। অন্যদিকে ইয়ালো সাবমেরিনদের মেইন প্লেয়ার জেরার্ড মরেনোকে পাচ্ছেন না কোচ উনাই এমেরি। তবে ম্যানইউর সাথে আগের ম্যাচে ফাইট দেয়া ভিয়ারিয়াল চাইবে এ ম্যাচ জিতে পরের পর্ব নিশ্চিত করতে।

এদিকে, নতুন কোচ জাভির অধীনে বার্সার শুরুটাও হয়েছে জয় দিয়ে। চ্যাম্পিয়নস লিগে সেই ধারা ধরে রাখতে চাইবে তারা। ইউসিএলে বেনফিকার সাথে আগের দেখায় ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছিলো কাতালানরা। টেবিলের টপে বায়ার্ন থাকলেও এ ম্যাচে জিতলেই নিশ্চিত হবে পরের রাউন্ড। পেদ্রি, আনসু ফাতি, দেম্বেলেদের নিয়ে ইনজুরি লিস্টটা বেশ বড়। তবে সার্জিনো ডেস্ট ও আরোওহো ফিট হয়ে দলের সাথে সেরেছেন অনুশীলন।

এছাড়াও গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে স্ট্যামফোর্ড ব্রীজে চেলসি আতিথেয়তা দিবে ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাসকে। ইউসিএলে অপরাজিত থেকেই নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে তুরিনের ওল্ড লেডিরা। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দরকার ১ পয়েন্ট। ব্লুজদের জন্য সুখবর,  ট্রেইনিংয়ে ফিরেছেন ইনজুরিতে থাকা দুই ফরোয়ার্ড লুকাকু আর টিমো ভের্নার। যদিও তাদের ম্যাচে ফেরা নিয়ে রয়েছে সংশয়।

য়্যুভেন্তাসের দলেও রয়েছে ইনজুরি সমস্যা। এরন রামসির সাথে অধিনায়ক কিয়েল্লিনির খেলা নিয়েও রয়েছে শঙ্কা। তবে এ ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাকে পাওয়া নিয়ে আশাবাদী কোচ ম্যাসিমিলিয়ানো এলেগ্রি।

আরও পড়ুন