লা লিগা

রাতে মাঠে নামছে বার্সেলোনা-আলাভেস

Tanjia Khanam Borshon

ডিবিসি নিউজ

রবিবার ২৩শে জানুয়ারী ২০২২ ১১:০৬:৫৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামছে বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেস। ম্যাচ শুরু রাত ২টায়।

সময়টা মোটেও ভালো যাচ্ছেনা বার্সেলোনার। সুপারকোপায় রিয়ালের কাছে হারের পর, লিগ ম্যাচে গ্রানাডার বিপক্ষে ড্র করে পয়েন্ট হারিয়েছে কাতালানরা। সব শেষ কোপা দেলরেতে বিলবাওয়ের কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছে জাভির শিষ্যরা। হারের ব্যর্থতা ভুলে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই দোপোর্তিভো আলাভেসের আতিথ্য নেবে বার্সা।

নতুন করে ইনজুরিতে পরেছেন আনসু ফাতি। মাঠের বাইরেই রয়েছেন উমতিতি, গার্সিয়া ও সার্জিও রবার্তো। দল ছাড়ার গুঞ্জনে মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছে মেমফিস ডিপে ও ওসমান ডেম্বেলের। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন গাভি।

এদিকে, ফ্রেঞ্চ লিগ ওয়ানে ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে রাত পৌনে দুইটায় রেইমসকে আতিথ্য দেবে পিএসজি। লিগ শিরোপার রেসে সবচেয়ে এগিয়ে তারা। দুইয়ে থাকা মার্শেইয়ের থেকে ১০ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষ স্থানটা পাকা করেছে পচেটিনোর শিষ্যরা।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন বছরে মাঠে নামা হয়নি লিওনেল মেসির। তবে, ম্যাচের আগে সুখবর দিয়েছেন কোচ পচেটিনো। রেইমেসের বিপক্ষে শুরুর একাদশেই থাকবেন মেসি। তবে, হালকা চোট পাওয়ায় শঙ্কা রয়েছে এমবাপ্পের মাঠে নামা নিয়ে। 

অন্যদিকে, একই সময়ে ইতালিয়ান সিরি আ লিগের বিগ ম্যাচে মুখোমুখি হবে এসি মিলান ও য়্যুভেন্তাস। শিরোপার রেসে ইন্টারের পরেই রয়েছে রোজেনারিরা। ২২ ম্যাচে ঝুলিতে পড়েছে ৪৮ পয়েন্ট। টেবিল টপারদের উপর চাপ অব্যাহত রাখতে জয়ে চোখ তাদের। 



এসি মিলানের সমান ম্যাচে ৭ পয়েন্ট কম য়্যুভেন্তাসের। রয়েছে টেবিলেরে পাঁচে। টপ ফোর নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই তাদের সামনেও। চোট কাটিয়ে ফিরেছেন বার্নারদেসচি। মোরাতা, দিবালার সাথে আক্রমন ভাগে দেখা যাবে তাকে।

আরও পড়ুন