চ্যাম্পিয়ন্স লিগ

রাতে মাঠে নামবে সিটি, পিএসজি, রিয়াল ও লিভারপুল

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে অক্টোবর ২০২১ ১০:৪০:৪২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, পিএসজি, ম্যানসিটি, লিভারপুল, ইন্টার মিলান ও এসি মিলানের মতো ক্লাব।

ঘরের মাঠে মেসি-নেইমারের পিএসজির প্রতিপক্ষ জার্মান ক্লাব আরবি লাইপজিগ। ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কের মাঠে খেলতে যাবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল

মেসি নেইমার এমবাপ্পে- এই ত্রয়ী নিয়েও চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের প্রথম ম্যাচ জিততে পারেনি প্যারিস সেন্ট জার্মেইন। তবে বেলজিয়ান ক্লাব ব্রাহার সাথে পয়েন্ট হারালেও পরের গেমেই ম্যানসিটিকে হারিয়ে কামব্যাক করে পিএসজি, গোল পেয়েছেন মেসি। 

লিগ ওয়ান কিংবা চ্যাম্পিয়ন্স লিগ দুই কম্পিটিশনেই টেবিল টপে আছে পিএসজি। ইউসিএলে রাতে ওদের প্রতিপক্ষ জার্মান ক্লাব আরবি লাইপজিগ, ২ ম্যাচ শেষে যাদের পয়েন্ট নেই একটাও। ফর্মের বিচারে শতাগ ফেভারিট হয়েই নামবে প্যারিসিয়ানরা। 

চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ইউরোপ শ্রেষত্বের কতম্পিটিশনে এখন কিছুটা সমস্যায় আছে। প্রথমম্যাচে ইন্টারের বিপক্ষে জিতলেও প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আসা শেরিফের কাছে গেল ম্যাচেই হেরেছে গ্লাক্টিকোরা।  

রাতে আনচেলত্তির ছেলেরা খেলতে নামবে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কের বিপক্ষে। এই দলটার সাথে গেল মৌসুমে গ্রুপের ২ ম্যাচেই হেরেছিল রিয়াল। তাই স্বস্তিতে থাকার কোন সুযোগ নাই।  মাদ্রিদ জায়ান্ট সামনে এখন বড় হুমকি একই দলের বিপক্ষে টানা তিন ম্যাচ হারের। 

চ্যাম্পিয়ন্স লিগে রাতের সবচেয়ে জমজমাট ম্যাচটা হবে স্পেনের রাজধানীতে। লা লিগা চ্যাম্পিয়ন আতেলেতিকোর বিপক্ষে খেলতে নামবে সালাহ-মানের লিভারপুল।

দুই ম্যাচে শতভাগ জয় অলরেডদের। ইপিএলেও ওরা আছে নজকাড়া ফর্মে। দলে ইনজুরির হানা না থাকায় বর্তমানের লিভারপুল যেকান দলের জন্যই ভংঙ্কর প্রতিপক্ষ।  

আরও পড়ুন