চ্যাম্পিয়ন্স লিগ

রাতে সেমির দ্বিতীয় লেগে লিভারপুলের প্রতিপক্ষ ভিয়ারিয়াল

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩রা মে ২০২২ ০৭:৪৯:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রাতে মুখোমুখি হবে ভিয়ারিয়াল ও লিভারপুল।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে ইংলিশ জায়ান্ট লিভারপুল। সেমির প্রথম লেগে অ্যানফিল্ডে পারভিস এসতুপিনান ও সাদিও মানের গোলে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারায় অল রেডরা। ভিয়ারিয়ালের আতিথ্য নেয়ার আগে তাই ফুরফুরে মেজাজেই রয়েছেন সালাহ, মানে, ডায়াজরা।

চলতি মৌসুমে কোয়াড্রোপল জয়ের স্বপ্ন এখনো তরতাজা লিভারপুলের। পাশাপাশি বায়ার্ন, রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের পর চতুর্থ দল হিসেবে ১০ম বারের মত ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফাইনালে উঠার দ্বারপ্রান্তে অল রেডরা। তবে, লা ক্যারামিকায় কাজটা মোটেও সহজ হবে না বলে মনে করছেন লিভাপুল কোচ ইয়র্গেন ক্লপ।

লিভারপুলের কোচ ইয়র্গেন ক্লপ বলেন, আমরা প্রথম লেগে জয় পেয়েছি। ঘরের মাঠে ওরা ওদের সর্বোচ্চটা ঢেলে দেবে। ওদের দারুণ কিছু ফুটবলার রয়েছে। যারা যেন কোনও মুহুর্তে খেলার মোড় ঘুড়িয়ে দিতে পারে। পাশাপাশি হোম ক্রাউড তাদের এগিয়ে রাখবে। তাই কাজটা আমাদের জন্য কঠিন হবে। আমরা সতর্ক থেকেই মাঠে নামবো।

চলতি মৌসুমের ইয়র্গেন ক্লপের ভাগ্যটা বেশ ভালই বলা যায়। কেননা ব্যস্ততম সূচীতেও তেমন কোনও ইনজুরি সমস্যা নেই দলে। একমাত্র রবার্তো ফিরমিনো ছাড়া সবাই পুরোপুরি ফিট মাঠে নামতে। আক্রমণভাগটা সামলাবেন সালাহ, সাদিও মানে, ডায়াজ। তাদের বল জোগানোর কাজটা করবেন হেন্ডারসন, ফ্যাবিনিও ও থিয়াগো।

এদিকে, প্রথম লেগে হারলেও দ্বিতীয় লেগে অল রেডদের বিপক্ষে ঘুড়ে দাঁড়াতে মরিয়া ভিয়ারিয়াল। অবশ্য সবশেষ লিগ ম্যাচে আলাভেসের কাছেও হেরেছে উনাই এমিরির শিষ্যরা। যা চিড় ধরিয়েছে ককেলিন, লো সেলসোদের আত্মবিশ্বাসে। প্রথম লেগে অল রেডদের জাল বরাবর একটি শটও নিতে পারেনি তাদের ফরোয়ার্ড লাইন। তাই আক্রমণভাগে বাড়তি মনযোগ দেবেন এমিরি। ঘরের মাঠে টানা ১২ ম্যাচে অপরাজিত রয়েছে ভিয়ারিয়াল। বিগ ম্যাচের আগে যা কিছুটা হলেও স্বস্তিতে রাখছে তাদের।

লা ক্যারামিকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত একটায়।

আরও পড়ুন