জেলার সংবাদ

রাবিতে মহানগর ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংঘর্ষ

আবু বকর

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৬ই মে ২০২১ ০১:৩৭:৪৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উপর হামলা চালিয়েছে মহানগর ছাত্রলীগ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ।

জানা যায়, সদ্য নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন ও সেকশক অফিসার মাসুদের উপর হামলা চালায় রাজশাহী মহানগর ছাত্রলীগ। পরে রাবি ছাত্রলীগ এগিয়ে এলে তাদের উপরও হামলা চালায়। এসময় রাবি ছাত্রলীগ সংগঠিত হয়ে ধাওয়া করলে মহানগর ছাত্রলীগেরর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ লাঠিচার্জ করলে মহানগর ছাত্রলীগ পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি আব্দুস সোবহানের মেয়াদের শেষ দিন। তিনি চাকরি প্রত্যাশী ১২৫ জন ছাত্রলীগ নেতাকর্মীকে নিয়োগ দিয়েছেন বলে প্রচার হলে মহানগর ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে গিয়ে হামলা করে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান জানান, ১২৫ জন ছাত্রলীগ নেতাকে চাকরি দেয়া হয়েছে।

আরও পড়ুন