জেলার সংবাদ, স্বাস্থ্য

রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১২ই জুন ২০২১ ০৯:৩৭:১২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে রাজশাহীর একজন এবং চাঁপাইনবাবগঞ্জের একজন রয়েছেন। উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। একজন ছিলেন করোনা পজেটিভ।

রামেক হাসপাতাল উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। ছুটি নিয়েছেন ৩৩ জন। ২৭১ বেডের বিপরীতে, রোগী ভর্তি আছেন ২৮৯ জন। নতুন ভর্তি রোগীদের মধ্যে রাজশাহীর ১৪ জন, চাঁপাইয়ের ৮ জন, নাটোরের ২ জন ও পাবনার একজন রয়েছেন। ভর্তি হওয়া ২৮৯ জনের মধ্যে রাজশাহীর ১২২, চাঁপাইয়ের ১২০, নাটোরের ১৪, নওগাঁর ২৪, পাবনার ৫ এবং কুষ্টিয়ার একজন রয়েছেন। হাসপাতালের আইসিইউতে আছেন ১৮ জন।

এদিকে, রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিলো ৩৯.০৭ শতাংশ। এদিন মোট ৩৭৯ নমুনা পরীক্ষায় ১৩টি বাতিল হয়। ফলে ৩৬৬ নমুনার মধ্যে ১৪৩ জন পজেটিভ হন।

এদিকে, শুক্রবার (১১ জুন) বিকেল থেকে কঠোর লকডাউন চলছে রাজশাহী মহানগরে। দোকানপাট বন্ধ থাকছে। বাস, ট্রেনসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকছে।

চিকিৎসকরা আশা করছেন, অন্তত দুই সপ্তাহের কঠোর লকডাউন হলে সংক্রমণ ও মৃত্যু হার কমে আসবে।

আরও পড়ুন