আন্তর্জাতিক, ভারত

বাবরি মসজিদ মামলার চূড়ান্ত শুনানি, অযোধ্যা জুড়ে ১৪৪ ধারা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৪ই অক্টোবর ২০১৯ ১২:৫২:৫৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার চূড়ান্ত শুনানি সোমবার শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে ৷ অনাকাঙ্খিত ঘটনা এড়াতে রবিবার গোটা অযোধ্যা জুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন ৷

ভারতের বারবরি মসজিদ মামলার শে‌ষ পর্বের শুনানি শুরু হতে চলেছে। রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার চূড়ান্ত শুনানি সোমবার শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে ৷ অনাকাঙ্খিত ঘটনা এড়াতে রবিবার গোটা অযোধ্যা জুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন ৷ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে ১০ই ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে বলো ঘোষণা দেয়া হয়েছে ৷

দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গত ৬ই অগাস্ট অযোধ্যা মামলার শুনানি শুরু করেন। ১৭ই অক্টোবরের মধ্যেই অযোধ্যা মামলার শুনানি শেষ করতে প্রতিদিন শুনানির ব্যবস্থা করে দেশটির শীর্ষ আদালত ৷

এর আগে ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল, অযোধ্যার ২.৭৭ একরের বিতর্কিত জমিটি তিনটি পার্টি, সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মহি আখরা ও রাম লালা-র মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া হবে ৷ এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ১৪টি পিটিশন জমা পড়ে সুপ্রিম কোর্টে ৷ কমবেশি ৫টি মামলা দায়ের করা হয় নিম্ন আদালতে।

আরও পড়ুন