আন্তর্জাতিক, এশিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি

রাশিয়ার অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল আঘাত হানতে পারে মহাকাশের উপগ্রহে

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শনিবার ২৮শে নভেম্বর ২০২০ ০১:২১:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়া সফলতার সঙ্গে একটি অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের পরীক্ষা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে।

পশ্চিমা গণমাধ্যম দাবি করছে যে, রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র পশ্চিমা দেশগুলোর উপগ্রহ ধ্বংস করতে সক্ষম।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এই অ্যান্টি ব্যালেস্টিক মিসাইল সিস্টেম এরইমধ্যে রাশিয়ায় অ্যারোস্পেস ফোর্স ব্যবহার শুরু করেছে।

রাশিয়ার ফার্স্ট আর্মি অব স্পেশাল এয়ার অ্যান্ড অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রে দেমিন জানান, এই অ্যান্টি ব্যালেস্টিক মিসাইল সিস্টেমে ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্যই রয়েছে এবং পরীক্ষার সময় একই সঙ্গে তা কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

অন্য এক রিপোর্টে জানানো হচ্ছে যে, এই মিসাইল সিস্টেম ঘন্টায় ছয় হাজার মাইল পথ পাড়ি দিতে পারবে।

আরও পড়ুন