আন্তর্জাতিক, অন্যান্য

রাশিয়ায় কয়লা খনিতে দুর্ঘটনায় নিহত বেড়ে ৫২

Hafijul Haque Ujjal

ডিবিসি নিউজ

শুক্রবার ২৬শে নভেম্বর ২০২১ ০৮:৪৩:৪৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়ায় কয়লা খনি দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। এক দশকের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা।

বৃহস্পতিবার সাইবেরিয়ার লিজ-তিজ-নায়া কয়লা খনির বায়ু চলাচলকারী একটি কুঠুরিতে আগুন ধরে গেলে শ্বাসরোধ হয়ে ১১ জনের মৃত্যু হয়। আটকে পড়া কয়েকশ শ্রমিকদের উদ্ধারে রাতেই অভিযানে নামে উদ্ধারকর্মীরা। এসময় অন্তত ছয়জন উদ্ধারকর্মী নিহত হয়। প্রচন্ড ধোয়ায় কয়েকজন উদ্ধারকর্মীর শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দিলে, বিস্ফোরণের ঝুঁকির কারণে বন্ধ রাখা হয় উদ্ধার তৎপরতা। 

উদ্ধার হওয়া অর্ধশতাধিক শ্রমিককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দুর্ঘটনায় আটকে থাকা ৪৬ জন খনি শ্রমিকদের বেঁচে থাকার আর কোন সম্ভাবনা নেই। এদিকে, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করায় খনির মালিককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। 

আরও পড়ুন