জেলার সংবাদ, কৃষি

রাস্তার পাশে পতিত জমিতে শিম চাষে লাভবান চাষিরা

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২০ ০৯:০২:৪৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাস্তার পাশের পতিত জমিতে শিম চাষ করে লাভবান হচ্ছেন বাগেরহাটের ফকিরহাটের চাষিরা। সরকারি রাস্তার দুই পাশে পরীক্ষামূলকভাবে এই শিমের আবাদ করা হয়েছে।

সারা বছরই রাস্তার দুইপাশ অনাবাদী পড়ে থাকতো। কিন্তু, এখন সে জায়গাগুলি ছেয়ে গেছে শিমের সাদা বেগুনী ফুলে। ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় সরকারি রাস্তার পাশে দুই কিলোমিটার এলাকা জুড়ে পরীক্ষামূলকভাবে শিম আবাদ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস কৃষকদের মধ্যে এই শিমের বীজ বিতরণ করে।

চাষিরা বলছেন, উঁচু জায়গা হওয়ায় মৌসুম শুরুর আগেই চারা রোপন করা যায়। আর, সবার আগে বাজারে শিম বিক্রি করা যায়। প্রত্যাশিত উৎপাদনের পাশাপাশি, দামও পাওয়া যায় ভালো। আর, কৃষি বিভাগ বলছে, কম খরচে বেশি লাভ হওয়ায় রাস্তার পাশে শিম চাষে আগ্রহ বাড়ছে।

এবার পরীক্ষামূলকভাবে এই শিম চাষ করা হলেও ফলন দেখে অন্যরাও আগ্রহী হয়ে ওঠেছেন।

এ পদ্ধতিতে শিম চাষ করা সম্ভব হলে পতিত জমির সঠিক ব্যবহারের পাশাপাশি কৃষকেরা লাভবান হবেন।

আরও পড়ুন