জেলার সংবাদ, আইন ও কানুন

রিমান্ড শেষে কারাগারে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব ও তার ৩ ভাই

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২১শে সেপ্টেম্বর ২০২১ ০৭:০২:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পিরোজপুরে ৭ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব এহসান এবং তার অন্য তিন ভাইকে।

মঙ্গলবার দুপুরে পিরোজপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হলে বিচারক রাগীব এবং তার অন্য তিন ভাইকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

গত ৯ সেপ্টেম্বর পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠী এলাকার হারুণ অর রশীদ নামের এক ব্যক্তি পিরোজপুর সদর থানায় রাগীব এবং তার আরও চার ভাই আবুল বাশার, শামীম, মাহমুদুল হাসান এবং খায়রুল ইসলাম এর বিরুদ্ধে ৯৭ ব্যক্তির এহসানে গচ্ছিত ৯১ কোটি ১৫ লক্ষ ৫৫ হাজার ৯৩৩ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। এ মামলায় ওই দিন ঢাকা থেকে র‌্যাব রাগীব এবং তার আরেক ভাই আবুল বাশারকে এবং পিরোজপুর থেকে রাগীবের অন্য দুই ভাই মাহমুদুল হাসান ও খায়রুল ইসলামকে গ্রেফতার করে পিরোজপুর সদর থানা পুলিশ। তবে অন্য ভাই শামীম এখনও পলাতক রয়েছে। 

এছাড়া বিভিন্ন সময় পিরোজপুর সদর থানায় রাগীব এবং তার ভাইদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে আরও ৪ টি মামলা দায়ের হয়। 

উল্লেখ্য, এই মামলায় আদালত ১৩ সেপ্টেম্বর রাগীব ও তার ভাইদের ৭ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। পরবর্তীতে রিমান্ড চলাকালীন ১৯ সেপ্টেম্বর ৫টি মামলার মধ্যে ৪টি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং অন্যটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিআইবি) হস্তান্তরের নির্দেশ দেয় পুলিশ হেড কোয়ার্টার্স।

আরও পড়ুন