উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

রিয়াল, আতলেতিকো, পিএসজি, য়্যুভেন্তাস, ম্যানসিটির জয়

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ২৩শে অক্টোবর ২০১৯ ১১:২৩:২২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিরেছে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল, তবে ঘটেনি বড় কোন অঘটন। জিতেছে জায়ান্টদের সবাই।

ঘরের মাঠে শুরুটা ভালো করলেও গোল হজম করতে হয় রোনাল্দোর য়্যুভেন্তাসকে। ম্যাচের বয়স যখন মোটে আধঘন্টা তখন তুরিনের ওল্ড লেডিদের থমকে দিয়ে লোকোমোটিভ মস্কোর লিড।

ম্যাচে ফিরতে য়্যুভেন্তাসের অপেক্ষার প্রহর বেড়েছে বেশ। সাতাত্তর মিনিটে কুয়াদ্রাদোর সেট আপ আর পাওলো দিবালার ফিনিশিং টাচ। খেলায় ফেরে সমতা। মিনিট দুয়েক পরই অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে স্বস্তি ফেরান দিবালাই। এই আর্জেন্টাইনের জোড়া গোলে য়্যুভদের পকেটে যায় পুরো তিন পয়েন্ট।

অন্যদিকে, গ্যালাতাসারের মাঠে খেলতে গিয়েছিলো রোনালদোর পুরোনো দল রিয়াল মাদ্রিদ। তুরস্কে গিয়ে ঘাম ঝড়েছে স্প্যানিশ জায়ান্টদের। রিয়াল জিতেছে ঠিকই তবে, ফার্স্ট হাফে করা টনি ক্রুসের একমাত্র গোলে।

তবে, রাতের সবচেয়ে বড় জয়টা পিএসজির। বেলজিয়ান ক্লাব ব্রুগার মাঠে গিয়ে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা জিতেছে ৫ গোলে। তবে, ফার্স্ট হাফে গোল ছিলো একটাই, স্কোরার মাউরো ইকার্দি।

বিরতির পর আরও একটা করেছেন ইকার্দি তবে, স্পটলাইটের আলো পুরোটাই কেড়েছেন কিলিয়ান এমবাপ্পে। ইনজুরি কাটিয়ে ফিরেই পিএসজির হ্যাট্রিক হিরো ফ্রেঞ্চ ফরোয়ার্ড। সেটাও ৬৩ থেকে ৮৩, মোটে ২০ মিনিটের ব্যবধানে।

এদিকে, এমবাপ্পের পর হ্যাট্রিক আছে আরও একটা। আতলান্তার বিপক্ষে করেছেন ম্যানসিটির ইংলিশ ফরওয়ার্ড রাহিম স্টার্লিং। এমবাপ্পে নিয়েছিলেন বিশ মিনিট, স্টার্লিং তিন গোল করেছেন ব্যাক টু ব্যাক, ১১ মিনিটের ব্যবধানে। সিটির জয় ৫-১ গোলে।

আরও পড়ুন