সাহিত্য, কবিতা

রোমান্টিক কবি জন কিটস-এর জন্মদিন আজ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ৩১শে অক্টোবর ২০২০ ১২:৪৬:৩৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি জন কিটস-এর জন্মদিন আজ। ১৭৯৫ সালের এই দিনে লন্ডনে জন্মগ্রহণ করেন তিনি।

জন কিটসের বাবা ছিলেন একজন আস্তাবল রক্ষক। ১৮০৪ সালে তার বাবা মারা যান আর মা মারা যান ১৮১০ সালে। লর্ড বায়রন ও পার্সি বিশি শেলির পাশাপাশি কিটসও ছিলেন দ্বিতীয় প্রজন্মের রোমান্টিক কবিদের একজন। মৃত্যুর মাত্র চার বছর আগে তার সৃষ্টিগুলো প্রকাশিত হয়। কিটসের মৃত্যুর পর তার কবিতাগুলো সঠিক মূল্যায়ন পেতে শুরু করে এবং উনিশ শতকের শেষ দিকে তিনি অন্যতম জনপ্রিয় ইংলিশ কবির স্বীকৃতি পান।

তরুণ বয়স থেকেই কবি হওয়ার প্রতি ঝোঁক ছিলো তার। তারপরও কিটস গাই হাসপাতালে ওষুধ বিদ্যায় ভর্তি হন। ১৮১৬ সালে ওষুধ বিদ্যার পেশা ত্যাগ করে পুরোপুরি কবিতায় মন দেন তিনি।

১৮১৭ সালে ৩০টি কবিতা ও সনেটের সমন্বয়ে 'পোয়েমস' শিরোনামে তার বই প্রকাশিত হয়। ১৮২০ সালের শুরুর দিকে কিটসের যক্ষার লক্ষণ দেখা দিতে শুরু করে। ১৮২১ সালের ২৩শে ফেব্রুয়ারি রোমে মারা যান তিনি।

আরও পড়ুন