জেলার সংবাদ

আগুনে পুড়লো রোহিঙ্গা ক্যাম্পের হাজার ঘর

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২২শে মার্চ ২০২১ ০৬:০৪:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের উখিয়ার বালুখালীর চারটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত সহস্রাধিক বসতঘর পুড়ে গেছে। পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।

সোমবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে রোহিঙ্গা ক্যাম্প ৮ এর, ইডব্লিউতে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে, ক্যাম্পটির লাগোয়া ৮-এইচ, ৯ ও ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পেও দাবানলের মত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এ সকল তথ্য নিশ্চিত করেন কক্সবাজারস্থ অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন।

তিনি আরো জানান, বাতাসের গতিবেগ বেশি হওয়ায় আগুন দ্রুত পার্শ্ববতী ক্যাম্পগুলোতে ছড়িয়ে পড়ে। এতে অন্তত সহস্রাধিক বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুন লাগার সাথে সাথে স্বেচ্ছাসেবক কর্মী ও স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেন। ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশনের দুইটি ইউনিটের পাশাপাশি টেকনাফের ২টি, কক্সবাজারের ২টি এবং রামুর ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

সামছু-দৌজা নয়ন আরো বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে ক্যাম্পগুলো থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়।

এদিকে স্থানীয়রা জানায়, আগুনে এক হাজারের বেশি ঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে পানির স্বল্পতা ছিলো।

আরও পড়ুন