আন্তর্জাতিক, বিনোদন

লকডাউনের মধ্যে ভ্যান গগের চিত্রকর্ম চুরি

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বুধবার ১লা এপ্রিল ২০২০ ০১:৩০:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেদারল্যান্ডের রাজধানী অ্যামস্টারডামের এক জাদুঘর থেকে চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম চুরি হয়েছে।

বিশ্বব্যাপী চলমান মহামারি করোনাভাইরাসের কারণে জাদুঘরটি বন্ধ থাকায় সোমবার চোর এই সুযোগ নিয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

পুলিশ জানিয়েছে, চোর রাত তিন'টার দিকে জাদুঘর ভবনের সামনের কাচের দরজা ভেঙে ছবিটি চুরি করে নিয়ে যায়। দ্যা পারসোনেজ গার্ডেন নামের এই চিত্রকর্মটি ১৮৮৪ সালে এঁকেছিলেন ভ্যান গগ। এটি দ্য সিঙ্গার লরেন মিউজিয়ামে রাখা ছিল।

 

ছবি : সংগৃহীত

জাদুঘরের পরিচালক জান রুডলফ ডি লরম এক সংবাদ সম্মেলনে বলেন, এটি চুরি যাওয়ায় আমি মর্মাহত। গ্রনিংগার জাদুঘরের জন্যে এটা খুবই খারাপ একটা বিষয়।

উল্লেখ্য, করোনাভাইরসের প্রাদুর্ভাব ঠেকাতে নেদারল্যান্ডসের এই জাদুঘরটি গত ১২ মার্চ থেকে বন্ধ রয়েছে।

চুরি যাওয়া ভ্যান গগের চিত্রকর্ম "পটেটো ইটারস" । ছবি : সংগৃহীত

 

এরআগে, ভিনসেন্ট ভ্যান গগের অন্যতম প্রখ্যাত চিত্রকর্ম "পটেটো ইটারস" চিত্রকর্মটি ১৯৯১ সালে ভ্যান গগ জাদুঘর থেকে চুরি হয়েছিল।

আরও পড়ুন