বাংলাদেশ, জেলার সংবাদ, স্বাস্থ্য

লকডাউনে দিনাজপুর সদর, চুয়াডাঙ্গার দামুড়হুদা ও মেহেরপুরের ৩ গ্রাম

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই জুন ২০২১ ১১:৪৫:০৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা সংক্রমণ বাড়তে থাকায় দিনাজপুর সদর, চুয়াডাঙ্গার দামুড়হুদা ও মেহেরপুরের তিন গ্রামে লকডাউন শুরু হয়েছে। দিনাজপুর সদরে সকাল ছয়টা থেকে সাতদিনের লকডাউন শুরু হয়েছে।  

বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও সব ধরনের যান চলাচল। তবে নিত্য পণ্য ও ওষুধের দোকান খোলা রয়েছে। বিভিন্ন স্থানে টহল দিচ্ছে পুলিশ ও রেব।

এদিকে, দুই সপ্তাহের জন্য মেহেরপুরের সীমান্তবর্তী আনন্দবাস, তেঁতুলবাড়িয়া ও হিন্দা গ্রামে দুই সপ্তাহের জন্য লকডাউন শুরু হয়েছে। জেলায় সন্ধ্যা ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়ে কঠোর বিধিনিষেধ জারি করেছে প্রশাসন।

অন্যদিকে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সকাল ৬টা থেকে শুরু হয়েছে ১৪ দিনের লকডাউন। এছাড়া নাটোর ও সিংড়া পৌরসভায় সপ্তাহব্যাপী লকডাউনের শেষদিনে স্বাস্থ্যবিধি মানাতে টহল দিচ্ছে আইন শৃংখলা বাহিনী।

আরও পড়ুন