আইন ও কানুন

'লকডাউন' নিয়ে রিট করায় আইনজীবীকে জরিমানা

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ৫ই মে ২০২১ ০৬:২০:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

'লকডাউন' নিয়ে চ্যালেঞ্জ করে রিট করার কারণে আইনজীবী ইউনুস আলী আকন্দকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।

একই সাথে রিট আবেদন খারিজ করে দেয়া হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এই আদেশ দেয়।

রিট শুনানিতে আদালত বলেছেন, ইউনুস আলী আকন্দ যে কোন বিষয় রিট দায়ের করে গণমাধ্যমে প্রচার করলেও, মামলার শুনানিতে আসেন না। গণমাধ্যমকে দেখানোর জন্যই তিনি মামলা করেন কি না। 

২৫ এপ্রিল সরকারের দেয়া কঠোর বিধিনিষেধের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রিট দায়ের করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। তিনি দাবি করেন, জরুরি অবস্থা জারি করা ছাড়া লকডাউন দেওয়ার সুযোগ নেই। চলমান লকডাউনের ওপর স্থগিতাদেশ এবং আর যাতে লকডাউন দেওয়া না হয়, সে জন্য নির্দেশনা চেয়েছিলেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব ও জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটিকে বিবাদী করা হয়েছিলো তার ওই রিট আবেদনে।

এর আগে, ভার্চুয়াল আদালত নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ায় তিন মাস আইন পেশা থেকে বিরত রেখেছিলো আপিল বিভাগ। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিলো।

আরও পড়ুন