আন্তর্জাতিক, অন্যান্য

লকডাউন বিরোধী বিক্ষোভে উত্তাল অস্ট্রেলিয়া

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২১শে আগস্ট ২০২১ ০৭:১৮:০৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতির অবনতির মধ্যেই শুরু হয়েছে বিক্ষোভ। শনিবার বেশ কয়েকটি শহরে লকডাউন বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন অনেকে।

আন্দোলন ছত্রভঙ্গ করতে পিপার স্প্রে ব্যবহার করে পুলিশ। বিক্ষোভকারীদের দমনে দাঙ্গা পুলিশ নিয়োগ করা হয় সিডনিতে। সিডনি ও মেলবোর্নে বিক্ষোভ থেকে কয়েকশ' আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।

এসময় করোনা বিধি নিষেধ অমান্য করায় বেশ কয়েকজনকে জরিমানাও করা হয়। শহরগুলোতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। জমায়েত নিয়ন্ত্রণে ব্যক্তিগত গাড়ি চলাচলও বন্ধ রাখা হয়েছে। এদিকে শনিবার দেশটিতে করোনায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে।

আরও পড়ুন