জেলার সংবাদ, অন্যান্য ধর্ম

লক্ষ্মীপূজা উপলক্ষে লক্ষ্মী প্রতিমার হাট

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৯শে অক্টোবর ২০২০ ০৭:২৫:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জ শহরের সার্বজনীন খাটরা কালিবাড়িসহ জেলার বিভিন্ন স্থানে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট। হিন্দু ধর্মমতে ধন-সম্পদের দেবী লক্ষ্মী।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল থেকে পূজা শুরু হয়ে চলবে পরের দিন বিকাল পর্যন্ত। প্রতি বছরের ন্যায় এবারও পঞ্চমী তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করবেন গোপালগঞ্জের হাজারো হিন্দু সম্প্রদায়ের মানুষ। শুধু শহর নয় গ্রাম, পাড়া বা মহল্লার সকল হিন্দু বাড়িতে এ পূজা অনুষ্ঠিত হবে।

গোপালগঞ্জের হাজার হাজার বাড়িতে মন্ডপ তৈরী করে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিটি মন্ডপের জন্য একটি করে লক্ষ্মীমুর্তি স্থাপন করা হয়। এ উপলক্ষে জেলা শহরের গোহাটা সার্বজনিন কালিবাড়িসহ জেলায় প্রায় দুই শতাধিক স্থানে লক্ষ্মী প্রতিমার হাট বসেছে। আবার কেউ কেউ বাড়ি বাড়ি গিয়ে মূর্তি বেচাকেনা করছেন। যে যার পছন্দ মত প্রতিমা কিনছেন। ছোট প্রতিমা বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে দেড়শ’ টাকা এবং বড় প্রতিমা বিক্রি হচ্ছে ২শ’ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত।

যে যার সাধ্য মত কিনছেন প্রতিমা। পাশাপাশি পূঁজার উপকরণ হিসাবে বিক্রি হচ্ছে নলডুগলি লতা, কলাগাছ, হলুদগাছ, পদ্মফুল ও শোলার মালা।

আরও পড়ুন