খেলাধুলা, ক্রিকেট

লাহোরে উড়ছে বাংলাদেশের পতাকা

মাহমুদুর রহমান, লাহোর,পাকিস্তান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২০ ০৭:৩৪:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ-পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের ভেন্যু গাদ্দাফি স্টেডিয়াম প্রস্তুত। উইকেট স্পোর্টিং, ফায়দা পাবেন বোলাররাও। লাহোর জুড়ে কড়া নিরাপত্তা।স্টেডিয়াম চত্ত্বরে সেটা আরো কয়েক গুন বেশি।

নিরাপত্তার চাঁদরে ঢাকা গোটা লাহোর। টি টোয়েন্টি সিরিজ উপলক্ষ্যে কয়েক দিনের জন্য বন্ধ স্টেডিয়ামের আশপাশের মার্কেট আর দোকান পাট। মাঠে ঢুকতেও কয়েক দফায় পার হতে হবে নিরাপত্তার চৌকি।

মাঠের খেলার জন্যও সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে পিসিবি ম্যানেজমেন্ট। গাদ্দাফি স্টেডিয়ামেও চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। উইকেট তৈরির কাজও শেষ। একই ভেন্যুতে তিন টি-টোয়েন্টি হওয়ায় চাপ বেড়েছে কিউরেটরের।

উইকেট হবে স্পোর্টিং। রান পাবেন ব্যাটসম্যানরা, বোলারদেরও হতাশ করবে না গাদ্দাফির ২২ গজ। রাত থেকে ম্যাচ সরিয়ে দিনে আনায় ডিউ ফ্যাক্টরের টেনশনও শেষ। 

গাদ্দাফি স্টেডিয়ামে এখন পর্যন্ত টি-টোয়েন্টি হয়েছে ৯টি। এই মাঠে সর্বোচ্চ রান ১৯৭, যা করেছে পাকিস্তান। সবশেষ পাঁচ ম্যাচের গড় রান ১৭০। আগে ব্যাট করা দল জয় পেয়েছে ৬টিতে। তাই ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে টস জয়। 

এখানে কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ তে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। এই তথ্য নিশ্চয়ই টাইগারদের অনুপ্রেরনা।

প্রায় এক যুগ পর পাকিস্তানের মাটিতে খেলবে বাংলাদেশ। বিজয়কেতন উড়িয়ে লাল-সবুজের মান রক্ষা করতে চায় টিম টাইগার্স।

আরও পড়ুন